অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি পুলিশের হেনস্তা, বাংলায় বিক্ষোভ তৃণমূলের

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দিল্লির কৃষি ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি পুলিশের হেনস্থার অভিযোগে বাংলায় তৃণমূলের বিক্ষোভ। গতকাল রাতের পর আজ সকাল হতেই গঙ্গাজলঘাটি ও দাঁতনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলল প্রতিবাদ। দুর্গাপুর রেল লাইনে বসে প্রতিবাদ তৃণমূল সমর্থকদের। বসিরহাটের ভ্যাবলা স্টেশনে বিক্ষোভ। কোচবিহার, রামপুরহাট, ডায়মন্ড হারবার, আলিপুরদুয়ারেও তৃণমূল কর্মীদের বিক্ষোভ।

     

    মঙ্গলবার দিল্লির কৃষিভবন থেকে তাঁদের এভাবে পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে, বৃহস্পতিবার, রাজভবন অভিযানের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বৃহস্পতিবারের আগেই, দিল্লির আঁচ এসে পড়ল বাংলায়! মঙ্গলবারের ঘটনার প্রতিবাদে বুধবার কলকাতা ও বিভিন্ন জেলায় পথে নামল তৃণমূল ও তাদের বিভিন্ন সংগঠন। কলকাতা , দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, কোচবিহারে দফায় দফায় প্রতিবাদ চলছে। কলকাতায়, বালিগঞ্জ আইটিআই কলেজের সামনে বিক্ষোভ দেখায়, তৃণমূল ছাত্র পরিষদ। নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে মহাকরণ পর্যন্ত প্রতিবাদ মিছিল করল, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে, দিল্লিতে দু-দিনের কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসুও। মঙ্গলবারের ঘটনার প্রতিবাদে এদিন লেকটাউনে, তাঁর নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র, ডায়মন্ড হারবারের সরিষা ও গঙ্গাসাগরের মন্দিরতলায় পথ অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল।