ভাস্তারা হাই মাদ্রাসা তে নবিদিবস পালিত হলো

সংবাদদাতা : ৪ঠা সেপ্টেম্বর, বুধবার হুগলির গুড়াপ থানার অন্তর্গত ভাস্তারা হাই মাদ্রাসা তে নবিদিবস পালিত হয়ে গেল। মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। কেরাত ও গজল পাঠ করেন ছাত্র ছাত্রী রা।সভার সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক চন্দ্র শেখর বিট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না। বক্তব্য রাখেন মাওলানা মোঃ আব্দুল লতিফ সাহেব, মোঃ ইব্রাহীম ও হাফেজ মাওলানা আবু আফজাল সাহেব। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন শিক্ষক সেখ সামসুদ্দিন। সকল বক্তাদের বক্তব্য উঠে আসে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে মানবিকতা সামাজিকতা সৌহার্দ্য মমত্ববোধ শিক্ষা দিয়ে গেছে। তিনি বলেছেন সমস্ত ধর্মের মানুষ মানুষ হিসাবে সমান কোনরকম ভাবে কোন মানুষের প্রতি হিংসা করা চলেনা। কোন ব্যক্তি যদি কোন মানুষের প্রতি হিংসা করে সে ব্যক্তি স্থান হল নরক। একটা মানুষ আজকের দিনে দাঁড়িয়ে দাঙ্গা লাগাবার অপচেষ্টা করছে সেটা বিরুদ্ধে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর দেখানো পথকে পাথেও করে নিলে শান্তি প্রতিষ্ঠা হবে মানুষের মধ্যে ভাতৃত্ববোধ গড়ে উঠবে সব শেষে দেশবাসীর জন্য কল্যাণ কামনা করে দোয়া করা হয়।