২০২৪ লোকসভা নির্বাচনের আগে ঘর গোছাতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস

বাবলু হাসান লস্কর সুন্দরবন  : জয়নগর ২ ব্লকের বেশ কয়েকটি অঞ্চল কুলতলী বিধানসভার মধ্যে পড়ে বাইশহাটা,মনিরতট, নলগোঁড়া ও চুপড়িঝাড়া একাধিক অঞ্চল বিরোধীদের থাকার পর ২০২৩ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমূহ গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করে। জয়লাভ করার পর দলীয় কর্মীদের কে বিশেষ প্রশিক্ষণ দিতে এবং দলীয় কর্মসূচি রূপায়ণ ও পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্পগুলি দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে কুলতলী বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডলের নির্দেশক্রমে ও তারই উপস্থিতিতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল ও জয়নগর ২ ব্লক সভাপতি গোপাল নস্করের নেতৃত্বে একাধিক অঞ্চল কমিটি সম্প্রসারণ করা হয়। চব্বিশ আসন বিশিষ্ট চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত কে বিরোধীশূন্য করার লক্ষ্য নিয়ে এবং আগামী ২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত অঞ্চল কমিটি গঠিত হয়। আর যেখানে ছালাউদ্দিন ঢালী কে অঞ্চল প্রেসিডেন্ট করেন।,নছিম মোল্লা চেয়ারম্যান ,শম্ভু মন্ডল সেক্রেটারি, সুজাউদ্দিন মোল্লা যুব প্রেসিডেন্ট,হামিদ হালদার গৌর নস্কর, অম্বর আলী মোল্লা, রাজ্জাক মোল্লা, হামিদ মোল্লা ভাইস প্রেসিডেন্ট, আব্দুল্লাহ শেখ লেবার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট, আজিজুল হক পিয়াদা মাইনোরিটি সেলের প্রেসিডেন্ট, সুখেন মৃধা কিষান সেলের প্রেসিডেন্ট, সুব্রত মাল জয় হিন্দ বাহিনীর প্রেসিডেন্ট, প্রবোধ মন্ডল টিএমসিপি প্রেসিডেন্ট, সাইদুল্লাহ শেখ ফিশারম্যান প্রেসিডেন্ট, আবু তালেব সেখ লেবার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট, শান্তনু কয়াল এসসি এসটি ওবিসি সেলের প্রেসিডেন্ট, শাহানারা লস্কর মহিলা নেত্রী নির্বাচিত হন।