বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়ান শিপে ব্রোঞ্জ পেয়ে তৃতীয় হয়ে বাড়ি ফিরলেন দেউলার পরিযায়ী শ্রমিকের ছেলে তৌফিক ইসলাম

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- দরিদ্রতা হার মানিয়ে পরিযায়ী শ্রমিকের ছেলে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়ন শিপে ব্রোঞ্জ পেয়ে তৃতীয় স্থান অধিকার করে দেউলা র এক যুব তৌফিক ইসলাম। ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ বছর বাংলাদেশ অনুষ্ঠিত হয়, মোট ছয়টি দেশের মধ্যে ১৭ জনকে হারিয়ে তৃতীয় স্থান দখল করে বাংলার মুখ উজ্জল করলো এই বাংলারই ছেলে। এদিন বাংলাদেশ থেকে নিজের বাড়ি ফেরার উদ্দেশে ট্রেন থেকে দেউলা স্টেশন থেকে নামতেই তার আত্মীয়ও পরিবারের সদস্য থেকে শুরু করে বিশিষ্ঠ ব্যাক্তিরা তাকে কাছে পেয়ে খুশি হয় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নাম তৌফিক ইসলাম সিপাহ, পিতা মইদুল ইসলাম সিপাই, বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিম বিধানসভার উস্থী থানার অন্তর্গত দেউলা উত্তর কুসুম কারবালা গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায় ছোট থেকে মেধাবী এই ছাত্র অক্লান্ত পরিশ্রম ও দারিদ্রতাকে হার মানিয়ে পিছনে ফেলে নিজের মনের জেদেই শুরু করে প্যাকটিস। দারিদ্রতার জন্যই ভালোভাবে ঠিক মত অনুশীলন করার সুযোগও পেতোনা। কোচ ও কয়েকজন আত্মীয়র সহযোগিতায় এই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন মেধাবী এই ছাত্র। ব্রোঞ্জ পেয়ে খুশি পরিবার থেকে শুরু করে এলাকাবাসী ও। পরিবারের সদস্যরা জানান যদি রাজ্য সরকারের পক্ষ থেকে যদি কোনো সুযোগ সুবিধা ও পাশে দাঁড়ানো য় তাহলে ভবিষ্যতে আরও ভালো করে এগিয়ে যাওয়ার সুবিধা হয়।