|
---|
বাইজিদ মণ্ডল, মগরাহাট:- ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জেলার অবন্তীনগরের কাছে ভারতীয় সেনাবাহিনীর কনভয়ের উপর গাড়ি বাহিত আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। আর সেই হামলায় শহীদ হয় ৪০ জন CRPF সেনা। তাদের মধ্যে বাংলার অন্যতম ছিল হাওড়ার বাউড়িয়া থানার অন্তর্গত চেঙ্গাইল চককাশির বাবলু সাঁতরা। আর সেই ঘটনার চার বছর পেরিয়ে গেলেও এখনো ভারত মায়ের বির সন্তানদের কেউ ভুলতে পারেনি। আর তাই প্রতি বছরের মত এবছরও ১৭ ই ফেব্রুয়ারি নাজরা নতুন পল্লী আমরা কজন পরিচালনায় রক্তদান শিবির ও কৃতি ছাত্র ছাত্রীদের সহ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন শহিদ বিরযোদ্ধা দের ছবি কে সামনে রেখে মোমবাতি জ্বালিয়ে তাদের কে সন্মান জানানো হয়। আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেনSDPO মিতুন কুমার দে, Ci সুদির কুমার রায় ,মগরাহাট ব্লক১ যুব সভাপতি ইমরান হাসান মোল্লা, বিশিষ্ঠ প্রবীণ সাংবাদিক কিংশুক ভট্টাচার্য, বিশিষ্ঠ সমাজসেবী ও রক্তযোদ্ধা লাল্টু মিদ্দে,এছাড়াও আরো অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ সহ সকল সদস্যরা।আর সেই বীর জওয়ান দের উদ্দেশ্যে এদিন যুব সভাপতি ইমরান হাসান মোল্লা জানান,বিভিন্ন এলাকা থেকে এমন সাড়াপেয়ে আমরা অত্যন্ত খুশি। রক্তদানের পাশাপাশি আমরা এই ১৪ই ফেব্রুয়ারি উপলক্ষে এদিন একটু অন্যভাবে পালনের চেষ্টা করলাম। স্বেচ্ছায় রক্তদান করে ভারতের সকল বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানালাম।