“বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবসে” কয়েক হাজার চারাগাছ বিতরণ দেগঙ্গায়

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা:  “বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবসে” কয়েক হাজার চারাগাছ বিতরণ করা হয় দেগঙ্গা পঞ্চায়েত সমিতির উদ্যোগে। চারাগাছ রোপন ও বিতরণে উপস্থিত ছিল স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল,  জেলা  পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, আইসি অজয় কুমার সিংহ, ঊষা দাস, লিয়াকত আলী সাগর, আসাদুল সর্দার, সুপ্রভা বিশ্বাস, ওমর ফারুক, সহ অন্যান্যরা।
পশ্চিমবঙ্গে তৃনমূল কংগ্রেস পরিচালিত সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরিবেশ কে বাঁচাতে কাজ করে যাচ্ছে বলে বিধায়ক উল্লেখ করে।
জেলা বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ বলে সবুজায়নের লক্ষ্যে সরকারি পরিকল্পনা গুলো বাস্তবায়ন করা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পুরো রাজ্য জুড়ে গাছ লাগানোর কর্মসূচি চলছে মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। বুধবার বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবসে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি ও অন্যান্যদের প্রচেষ্টায় বৃক্ষরোপণ কর্মসূচি ও সাধারণ মানুষের হাতে কয়েক হাজার চারাগাছ তুলে দেওয়া হয় বলে ফারহাদ সাহেব উল্লেখ করে। পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলে সারাবছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে আমাদের পঞ্চায়েত সমিতি। সেই লক্ষ্যে বুধবার প্রশাসনিক আধিকারিকদের সহযোগিতা ও জনপ্রতিনিধিদের ঐকান্তিক প্রচেষ্টায় কাজ টি সফল করতে সক্ষম হয়েছি। এরজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ঞ্জাপন করেন সভাপতি।