১৫ অগাস্ট পর্যন্ত লাগু থাকবে বিধিনিষেধ

নতুন গতি প্রতিবেদক : আগামী ১৫ অগাস্ট পর্যন্ত লাগু থাকবে বিধিনিষেধ। করোনা ভাইরাস সংক্রান্ত যে গাইডলাইন কেন্দ্রীয় সরকার জারি করেছে, তাতে একথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সামনেই তৃতীয় স্রোতের প্রবল আশঙ্কা রয়েছে।

    কার্যত ডেল্টা ভ্যারিয়েন্টের রমরমার মাঝে ভারতে তৃতীয় করোনা স্রোত নিয়ে আতঙ্ক হু হু করে বাড়ছে। নিত্যদিন করোনার দৈনিক আক্রান্তে উত্থান পতন রীতিমতো চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। এদিকে আজ কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত এই বিধি ভারতে আপাতত লাগু থাকবে। ফলে মাস্ক ছাড়া বাড়ি থেকে বেরোনো এখন বিধি বিরুদ্ধে।

    এদিকে, করোনার পজিটিভিটি রেট নিয়ে উদ্বেগ বাড়ছে। সেই জায়গা থেকে কেন্দ্র জানিয়েছে, যে সমস্ত জেলাগুলিতে পজিটিভিটি রেট প্রবল , সেখানে করোনা সম্পর্কীয় কড়া বিধি পালন করতে হবে। এক্ষেত্রে জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। মূলত উৎসবের মরশুমে করোনার পজিটিভিটির বাড়বাড়ন্ত যাতে না ছড়ায়, তার দিকে সরকার নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছে।

    বুধবার কেন্দ্রের তরপে বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের কাছে কোভিড ইস্যুতে চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনার প্রকোপ কমছে। তবে তা দেখে রাজ্যগুলি যদি বিধি নিষেধ শিথিল করে, তাহলে সমস্যা বাড়বে। তাছাড়া সামনেই উৎসবের মরশুম। সেই জায়গা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন।

    এদিকে, দেখা যাচ্ছে কেরলেই শুধু দেশের মোট কোভিড আক্রান্তের ৫০ শতাংশ রয়েছে। এদিকে, সেই কেরলে হু হু করে ছড়িয়েছে জিকা ভাইরাসও । সেই জায়গা থেকে রীতিমতো উদ্বেগে দেশ। আর তারপরই কেন্দ্রের তরফে জারি করা হয়েছে নয়া কোভিড বিষয়ক গাইডলাইন।

    কার্যত জোর দেওয়া হয়েছে নাইট কারফিউতে।