|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বিশ্বভারতীতে আরবি ভাষায় স্নাতক এবং স্নাতকোত্তর চালুর দাবিতে গত ২০১৮ সাল থেকে আবেদন জানানো হলেও কোন ভূমিকা গ্রহণ করেনি কতৃপক্ষ বল এস আই ও সংগঠনের দাবি। এমন দাবি দাওয়া এবং অভিযোগ জানিয়ে আরবি ভাষার পড়ুয়ারা এবং শিক্ষকরা বিশ্বভারতীর সেন্ট্রাল অফিস চত্বরে বিক্ষোভ দেখান বৃহস্পতিবার। আরবি ভাষায় পাঠরত পড়ুয়ারা এবং শিক্ষকরা ফের বিশ্বভারতী চত্বরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন উক্ত বিষয় নিয়ে। উল্লেখ্য বিভিন্ন ভাষা নিয়ে বিশ্বভারতীতে স্নাতক ও স্নাতকোত্তর সহ বিভিন্ন কোর্স চালু রয়েছে, অথচ আরবি ভাষায় এখানে কোনো রকম স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স করানোর কোনো ব্যবস্থা নেই । যার পরিপ্রেক্ষিতে উক্ত বিষয় নিয়ে পড়াশোনা করতে আগ্রহী পড়ুয়াদের দূর-দূরান্তে যেতে হচ্ছে পড়াশোনার জন্য। তাই সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয় যে,অবিলম্বে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু করার। পড়ুয়া এবং শিক্ষকদের দাবি বিশ্বভারতীতে আরবি সাহিত্যে ডিপ্লোমা এবং পিএইচডির সুবিধা থাকলেও, স্নাতক এবং স্নাতকোত্তর পড়ানোর কোন ব্যবস্থা নেই বিশ্বভারতীতে ৷ যদিও, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাষা ভবনে আরবি সাহিত্যে দুবছরের স্নাতকোত্তর পড়ানো হয় ৷ তবে, সেখানে আরবি ভাষায় স্নাতকের কোর্স চালু করা হয়নি ৷আরবি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর চালুর দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন সংগঠনের সদস্যরা বলে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন এস আই ও এডূকেশন র রাজ্য সভাপতি সাইদ মামুন।