|
---|
উত্তরবঙ্গ: বিরোধীদের দাবি উড়িয়ে দিয়ে রাজ্য নির্বাচন কমিশন জিটিএ নির্বাচনের দিনক্ষণ ঠিক করে দিল। আগামী 26 শে জুন হবে নির্বাচন একই দিনে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন হবে, এছাড়া রাজ্যের পুলিশ আর 6 টি পুরসভার 6 টি ওয়ার্ডের নির্বাচন হবে।
রাজ্য নির্বাচন কমিশনের সৌরভ দাস সাংবাদিক বৈঠকে জানান আগামী 26 শে জুন হবে জিটিএ নির্বাচন, পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন একই দিনে হবে। এছাড়া রাজ্যের ছয়টি পৌরসভার 6 টি ওয়ার্ডের নির্বাচন হবে । মনোনয়নপত্র জমা দিতে হবে নির্দিষ্ট দিনের বেলা 11 টা থেকে দুপুর 3 টার মধ্যে। নির্বাচনের ক্ষেত্রে সেরকম বিধি নিষেধ না থাকলেও করোনা বিধি মেনে চলা, মাস্ক স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক।