খেলনা গাড়ি করে যাওয়া যাবে এনজিপি থেকে দার্জিলিং

উত্তরবঙ্গ: টয় ট্রেনের ইতিহাস অনেকটাই বড়, সেই ইতিহাস ব্যক্ত করা যায় না সব সময়, তবে দার্জিলিংয়ের ঐতিহ্যের পিছনে কিন্তু খেলনা গাড়ির অবদান অনস্বীকার্য। টয়ট্রেন চেপে দার্জিলিং সওয়ারি করতে ভালোলাগার অনুভূতি টাই আলাদা। করোনার কাটা সরিয়ে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। পর্যটক এর ঢল নেমেছে পাহাড়ে, পর্যটকদের কথা ভেবেই হিমালয়ান রেলওয়ে এবারে এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে টয় ট্রেন চালু করার চিন্তাভাবনা শুরু করেছে।

    গরমের ছুটিতে পাহাড়ে ছুটে যাচ্ছেন পর্যটকরা। অধিকাংশ পর্যটক অনলাইন মারফত টয় ট্রেনের টিকিট বুক করছেন, সেই কারণেই সীমিত সংখ্যক টিকিট কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে। যার জন্য যাত্রীদের নির্দিষ্ট চাহিদা পূরণ হচ্ছে না। অনেকেই তাদের পছন্দের টয় ট্রেনে চড়তে পারছেন না। পরিসংখ্যান বলছে প্রতিদিন এক হাজার পর্যটক ট্রেনে চড়ে আনন্দ নিচ্ছেন। এরপরও কিছু পর্যটক এর চাহিদাও মিটছে না,কারণ তারা ট্রেনে চড়তে পারছেন না ।

    দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এনজিপি থেকে দার্জিলিং একজোড়া টয় ট্রেন চালানোর চালু করার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। মাত্র 1 ঘন্টার ফারাকে এনজিপি থেকে দার্জিলিং ও দার্জিলিং থেকে এনজিপি ছুটে চলবে টয় ট্রেন।