|
---|
জলপাইগুড়ি: বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২৩ তম নজরুল জয়ন্তী পালিত হল জলপাইগুড়িতে । জলপাইগুড়ির পুরসভার উদ্যোগে বৃহস্পতিবার মাসকালাইবাড়ি এলাকায় বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জন্মদিন পালন করা হয় ।
যথাযোগ্য মর্যাদার সঙ্গে নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল সহ বিশিষ্টজনরা । অনুষ্ঠানে উপস্থিত থেকে মাল্যদান করেন পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরাও । অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুলের জীবন কথা তুলে ধরেন তারা । নজরুল জয়ন্তী পালন অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন শিশুদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় । বন্ধু সমিতি ক্লাব পাঠাগার ও মাসকালাইবাড়ি শ্মশান কালী মন্দিরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশগ্রহণ করে । বিষয় ছিল ‘আমাদের পরিবেশ , তোমার চোখে নজরুল’ ইত্যাদি আরো অনেক বিষয়।এদিন বহু সাধারন মানুষ এই অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন।