|
---|
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর: মেদিনীপুর শহরের প্রতিষ্ঠিত আবৃতি প্রশিক্ষণ কেন্দ্র “আবৃতির আলো ” তাদের প্রথম বর্ষ রবীন্দ্র নজরুল সন্ধ্যা সাড়ম্বরে পালন করলেন তোড়াপাড়া প্রিয়জন লজে। এ দিন সংস্থার কচিকাচা থেকে সমস্ত কলা কুশললী বৃন্দ অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগীত গুরু জয়ন্ত সাহা, নয়ন পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল, রবীন্দ্র স্মৃতি সমিতির সম্পাদক লক্ষ্মণ চন্দ্র ওঝা, বাচিক শিল্পী চিত্ত রঞ্জন দাস, শুভদীপ বসু, বাচিক শিল্পী দেবাশীষ চক্রবর্তী,সময় বাংলার কর্ণধার জয়ন্ত মন্ডল সহ বিশিষ্টরা।
আবৃতির আলোর কর্ণধার মিতা সেনগুপ্ত অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও কলা কুশলীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে ধন্যবাদ জানান।
এ দিনের অনুষ্ঠানে সংস্থার কলা কুশলীরা উপস্থিত সকলের মন জয় করে নেয় তাদের অনুষ্ঠান পরিবেশনের মধ্যে দিয়ে। উপস্থিত অতিথি বৃন্দ সকলেই সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করেন।