|
---|
সুফি রফিক উল ইসলাম,মেমারি : ২৬ মে,পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার উদ্যোগে মেমারি পৌরভবনে যথাযথ মর্যাদায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী পালন করা হয় ২৬ মে , ১১ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। বৃষ্টিবিঘ্নিত বৈকালিক এই ঘরোয়া অনুষ্ঠানে কবি প্রতিকৃতিতে শ্রদ্ধার সঙ্গে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ বিশ্বাস। কাউন্সিলর চিরঞ্জীব ঘোষ ও সেখ ইউসুফ এবং প্রাক্তন কাউন্সিলর বিদ্যুৎ দে সহ উপস্থিত সকল ব্যাক্তিবর্গ কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। কাউন্সিলর কৃষ্ণপদ বিশ্বাস,পৌরকর্মী দিব্যেন্দু ভট্টাচার্য্য এবং সঞ্চালক সৌম্যকান্তি সিনহা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উপর তথ্য সমৃদ্ধ সুচারু বক্তব্য পরিবেশন করেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শতাব্দী রায়।পৌরকর্মী স্মরজিৎ দাস স্বরচিত কবিতা পাঠ করেন। দুই খুদে শ্বাশত গোস্বামী এবং অস্মি গোস্বামী আবৃত্তি করে। এছাড়া সঙ্গীত, আবৃত্তি, নৃত্য পরিবেশিত হয় মনোজ্ঞ এই নজরুল জয়ন্তীতে। পরিবেশন করেন নবনীতা ঘোষ, সুদেষ্ণা নন্দী, রাজশ্রী বসু, মনীষা বসু, মণিদীপা মুখার্জি, শ্বেতা বসু, স্বাতী সান্যাল, সোনিয়া গোস্বামী, কিশোর নন্দী,বিকাশ ভট্টাচার্য্য,জয়ন্ত গাঙ্গুলী,সায়ন্তন সান্যাল প্রমুখ।