|
---|
লুতুব আলি, নতুন গতি : বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয় পাবনার উদ্যোগে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় সবং এ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। সভাপতি তো করেন বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয় পাবনার কর্ণধার বিশিষ্ট সাংবাদিক ও কবি মানিক মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক রবীন্দ্রনাথ ভৌমিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাব্রতী তরুণ কুমার মাইতি, অনুষ্ঠানে প্রানবন্ত গীতি কবিতা আবৃত্তি করেন জীবন সদস্য কবি রবীন্দ্রনাথ ভৌমিক। স্থানীয় কবি, লেখকদের নিয়ে কবিতা, গান, মনন শীল আলোচনায় সাহিত্য আসর পরিচালিত হয়। অনুষ্ঠানে ডক্টর নির্মল বেরা রচিত শিল্পী রবীন্দ্রনাথ নবীন কবি নির্দেশ জ্যোতি বেরা প্রথম কাব্যগ্রন্থ অঞ্জলি প্রকাশনা উৎসব এবং নজরুল সংগীত শিল্পী মামনি কর বেরা কে আন্তর্জাতিক মাতৃ ভাষা সম্মাননা ২০১৪ প্রধান সহ চিত্রাংকন প্রতিযোগিতায় গ শাখায় প্রথম স্থান অর্জন করায় নিলেশ জ্যোতি বেরা কে মেডেল পরিয়ে পুরস্কৃত করা হয়। এই সাহিত্য সভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট কবি সাহিত্যিক গুণীজনেরা উপস্থিত ছিলেন। সুদূর বাংলাদেশ থেকে এসে বাংলাদেশ কবিতা সংসদ প্রধান কার্যালয় পাবনার উদ্যোগে এই সাহিত্যসভা অনুষ্ঠিত হয় মানিক মজুমদারকে বিশেষভাবে সম্মাননা জানানো হয়।