|
---|
নিজস্ব সংবাদদাতা : গত ৩ রা মার্চ রবিবার শান্তিনিকেতন রোটারি ভবনে পশ্চিমবঙ্গ সাহিত্য সংসদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল এক মনজ্ঞ সাহিত্য অনুষ্ঠান ও কবি সম্মেলন।অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ ছাড়াও বাংলা ভাষা ও সাহিত্যের বর্তমান-ভবিষ্যৎ দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্ট কবি ও রবীন্দ্র গবেষক সমীর কুমার শীল,বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ হাসমত জালাল,সাহিত্যিক হাশমাৎ আলি ও পশ্চিমবঙ্গ সাহিত্য সংসদের সম্পাদক ডাঃ রুহুল আমিন তিনি বলেন “সাহিত্য ই পারে সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে। তিনি আরো বলেন ভাষার উন্নতি ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। দেশের বর্তমান পরিস্থিতিতে কবি,সাহিত্যিক ও সাংবাদিকদের এখন অগ্নিপরীক্ষা দিতে হচ্ছে।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি,সাহিত্যিক অজয় আচার্য, কবি মধুসূদন জানা,কবি নারায়ণ চন্দ্র দে ও কবি সরোজ ভট্টাচার্য কে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। ডাঃ রুহুল আমিন এর সম্পাদনায় অনুষ্ঠানে একটি কাব্যসংকলন ‘শান্তিনিকেতন’ ও একটি আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা ‘সাহিত্য দর্পণ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।অসমের শিলচর থেকে কবি আদিমা মজুমদার ও কবি জাহানারা মজুমদার,গুয়াহাটি থেকে কবি মুন চক্রবর্তী কবি বাপী রায় কোচবিহারের মাথাভাঙ্গা থেকে কবি শশীবালা বর্মন অধিকারী কবি নিতাই পাল এছাড়াও কবি মাধব ব্যানার্জী কবি ইউসুফ মোল্লা কবি কাজী আজাদ,কবি ফারুক আহমেদ কবি সিরাজুল ইসলাম ঢালী, কবি সৌমেন সেন, কবি আসগার আলি মণ্ডল কবি ও প্রচ্ছদ শিল্পী সেখ সামিনুর রহমান সহ পশ্চিমবঙ্গের পনেরো টি জেলার বিভিন্ন প্রান্তের প্রায় শতাধিক কবি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংস্থার সভাপতি কবি ভোলানাথ হালদার মহাশয়।সমগ্র অনুষ্ঠানটি সুনিপুন ভাবে পরিচালনা করেন ‘কুসুম রত্ন’ কবি শ্রী সুজন।