|
---|
লুতুব আলি,বর্ধমান : মাধ্যমিক উচ্চমাধ্যমিক কৃতিদের সংবর্ধনা বর্ধমানে। অতি সম্প্রতি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের ফলাফল প্রকাশিত হওয়ার অব্যবহিত পর বর্ধমানের কৃতিদের সংবর্ধনা দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। এই পরীক্ষাগুলোতে রাজ্যে প্রথম ১০ জনের মধ্যে পূর্ব বর্ধমানের নাম আলোকিত করেছে। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে বর্ধমান শহরের আমোদ বিহারী বসুভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় ২৩ জন কৃতিদের এই অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয়। অনুষ্ঠানের সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সুদীপ্ত গুপ্ত স্বাগত ভাষণ দেন। পৌরহিত তো করেন সংগঠনের জেলা প্রাক্তন সাধারণ সম্পাদক অধিক্রম সান্যাল। মাধ্যমিকে রাজ্যে যুগ্মভাবে প্রথম স্থান অধিকারী রৌনক মন্ডল সহ সামিয়া ইয়াসমিন, সৃজিতা গোস্বামী, সৌরথ দে, অংকুর ঘোষ, পায়েল দাস, সুরথ ঘোষ, মৌদীপ ঘোষ, সৌনক ব্যানার্জি, শেখ আজাদ, অংকন ঘোষ, নীলাদ্রি মন্ডল, সোহম কোনার মাদ্রাসা বোর্ডের রাজ্যের সপ্তম স্থান অধিকারী সৈয়দ উমার ফারুক সংবর্ধনা গ্রহণ করেন। এছাড়াও এই অনুষ্ঠানে উচ্চমাধ্যমিকে যে সমস্ত কৃতিদের সম্বর্ধিত করা হয় তারা হলেন, অভিক দাস, সৃজনী, মৈত্রী নাথ, প্রিয়াঙ্কা আদক, দেবাশীষ সাহা, সৌম্যদীপ কুন্ডু, তিয়াসা পাল, নেহা নাসরিন, পৃথা অধিকারী। সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিকে প্রথম রৌণক মন্ডল। রৌণক মন্ডল এই প্রতিবেদক কে জানান, বিভিন্ন শিক্ষক সংগঠন ও সেচ্ছাসেবী সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা আমাদের সংবর্ধিত করে আমাদের চলার পথকে উৎসাহ দিয়ে মসৃণ করে দিচ্ছেন। অভিভাবকদের পক্ষ থেকে মাধ্যমিকে হাই মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় রাজ্যে সপ্তম স্থান অধিকারী সৈয়দ উমার ফারুকের বাবা শিক্ষক সৈয়দ আব্দুল্লাহ বলেন, ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা তাদের উৎসাহ যোগাবে খুবই প্রশংসনীয় উদ্যোগ। শিক্ষকদের কাজই হল ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে তোলা। অবক্ষয়ী সমাজ ব্যবস্থায় ছাত্র-ছাত্রীরা লক্ষ্যভ্রষ্ট না হয়ে সঠিক পথে গিয়ে যাতে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে সেদিকে নজর দেওয়া দরকার।