এম এস চারিটেবল ট্রাস্টের উদ্যোগে শিক্ষামূলক সেমিনার ও গুণীজন সংবর্ধনা।

আজাহার উদ্দিন, প্রতি বছরের মত এবারও এম এস চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে শিক্ষামূলক সেমিনার গুণীজন সংবর্ধনা ও কৃতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ বিতরণ অনুষ্ঠিত হয়ে গেল হুগলি জেলা পুড়শুড়া বিধানসভার পারুল হাজি মঞ্জিল প্রাঙ্গনে। সভা শুরু হয় পবিত্র কোরআন পাঠ দিয়ে, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন ট্রাস্ট এর পক্ষ থেকে সমাজের বিশিষ্টজনদের সংবর্ধিত করা হয় তারা হলেন আনন্দবাজার পত্রিকার প্রাক্তন সাংবাদিক ও লেখক মিলন দত্ত, পূর্ব মেদিনীপুর জেলা সচিব আইন পরিষেবা সমরেশ বেরা, তাহারিয়া হসপিটাল ও মিল্লাত গার্লস স্কুলের সম্পাদক মাওলানা আব্দুস সামাদ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড, সাইদুর রহমানকে। এদিন সংবর্ধিত হওয়ার পর সকলেই ট্রাস্টের এই সমস্ত সামাজিক কাজকর্মের কথা প্রশংসা করেন। শিক্ষার গুরুত্ব ও বিভিন্ন দিকনির্দেশনার কথা তুলে ধরেন। ছাত্র-ছাত্রীদের বলেন শিক্ষা ছাড়া কোন জাতি মাথা উঁচু করে বাঁচতে পারে না শিক্ষিত হওয়ার পাশাপাশি সমাজের দায়িত্ববোধ ও কর্তব্যবোধের কথাও তুলে ধরেন। এছাড়া উপস্থিত ছিলেন এম এস চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক আলহাজ্ব সেখ সিরাজুল হক, আলহাজ্ব সেখ ইমাম হোসেন, আলহাজ্ব সেখ সাকির হোসেন, এম এম মাদ্রাসার চেয়ারম্যান আলহাজ্ব সেখ মুজিবুল হক, আরামবাগ গার্লস কলেজের অধ্যাপক হাসমত আলী খান, বিশিষ্ট সাহিত্যিক শেখ হাসান ইমাম, বিশিষ্ট সমাজসেবী মিরাজ মল্লিক, রেজাউল হক,সহ সমাজের বিশিষ্টজনেরা। এদিন ২৩ জন কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে স্কলারশিপ তুলে দেওয়া হয়। যারা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও নার্সিং এ প্রশিক্ষণ নিচ্ছে বা পড়াশোনা করছে। সন্ধ্যার পর ধর্মীয় জলসা অনুষ্ঠিত হয় অংশগ্রহণ করেন ফুরফুরা দরবার শরীফ পীরজাদা মাওলানা উজায়ের সিদ্দিকী, আলহাজ্ব মাওলানা মুফতি মাহমুদুর রহমান কাসেমী, বিশিষ্ট আলেম পীরজাদা আলহাজ্ব মাওলানা আব্দুল আজিম, পীরজাদা মাওলানা আবুল কাশেম, হাফেজ হেলাল উদ্দিন সহ অন্যান্য ধর্মীয় আলেমগণেরা। বিশ্ব শান্তি মানব কল্যাণের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।