|
---|
আজাহার উদ্দিন : হুগলির আরামবাগ শহরের নেতাজী স্কোয়ার সৈয়দ মনিরুল হুদা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে শহরের ডাক্তার দের কে সম্বর্ধনা ও দুটি অ্যাম্বুল্যান্স উদ্বোধন হল।এই মহতী অনুষ্ঠান উপস্থিত ছিলেন সৈয়দ মনিরুল হুদা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি তথা বিশিষ্ট শিল্পপতি সৈয়দ জিয়াজুর রহমান, আরামবাগ সাংসদ অপরুপা পোদ্দার, মহকুমাশাসক হাসিন জাহেরা রিজভী,বিশিষ্ট শিক্ষাবিদ সেখ হাসান ইমাম,প্রধান শিক্ষক আব্দুর রহিম খান, মাওলানা ঈশহাক, সহ সমাজের বিশিষ্টজন। সৈয়দ জিয়াজুর রহমান বলেন আরামবাগ বাসীর জন্য দুটি অ্যাম্বুল্যান্স দিলাম রোগীর পরিবারের সদস্যদের পরিষেবা পাবে সম্পুর্ণ বিনামূল্যে।সমাজের অসহায় দুঃস্থ গরীব মানুষদের জন্য আরামবাগ শহরে একটি নার্সিংহোম তৈরি করার চেষ্টা করা হবে ।আমি সারাজীবন মানুষের পাশে থাকার সর্বদাই চেষ্টা করব কারন মানুষ হিসাবে মানুষের পাশে থাকা নৈতিক দায়িত্ব কর্তব্যবোধ বলে মনে করি।বিশিষ্ট সমাজসেবী মির্জা মহ তারিক। উল্লেখ মনিরুল হুদা ওয়েলফেয়ার সোসাইটি সারাবছর ধরে মানব কল্যাণমূলক কাজ করে থাকে।সোসাইটির এই উদ্যোগকেই সকলেই সাধুবাদ জানান।