রানীগঞ্জে বইমেলার উদ্বোধনে মলয় ঘটক, শত্রুঘ্ন সিনহা।

লুতুব আলি, বর্ধমান, ২৬ ডিসেম্বর : রানীগঞ্জে বইমেলার উদ্বোধনে মলয় ঘটক, শত্রুঘ্ন সিনহা। পশ্চিম বর্ধমান এই বইমেলার উদ্বোধন করেন রাজ্যের শ্রম, আইন ও বিচার বিভাগীয় দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, বিশিষ্ট অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা। এই বইমেলা র শুভ সূচনার প্রাক্কালে বই কেনো, বই পড় এর বার্তা নিয়ে একটি বর্ণাঢ্য পদযাত্রা বিভিন্ন এলাকা পরিক্রমা করে। ভারতের প্রথম আদর্শ শিক্ষা মন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জীবন ও দর্শনকে এই বইমেলায় উৎসর্গ করা হয়েছে। মন্ত্রী মলয় ঘটক জানান, ছাত্র-ছাত্রীদের চরিত্র গঠন করতে বই খুবই আবশ্যিক। পৃথিবী যতই আধুনিক হোক বইয়ের সমাদর চিরন্তন। অনুষ্ঠানে শত্রুঘন সিনহা বলেন, রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপামর মানুষের জীবনে বৈচিত্র ঘটাতে বিভিন্ন ধরনের যে উদ্যোগ গ্রহণ করেছেন তা গোটা রাজ্যে পরিলক্ষিত হচ্ছে। বইমেলার আনুষ্ঠানিকতায় আন্তরিকতা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পশ্চিম বর্ধমান জেলা গ্রন্থাগার আধিকারিক ও বইমেলা কমিটির সম্পাদক নির্মাল্য অধিকারী। বইমেলা কমিটির পক্ষ থেকে সকলকে স্বাগত জানান জেলার অতিরিক্ত জেলাশাসক পনিক্বওর হরি শংকর, দীপক তালা পাত্র, বিশ্বনাথ ব্যানার্জি, রুপেশ যাদব, ভিক্টর বাগচি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জন শিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, জনশিক্ষা প্রসার দপ্তরের অধিকর্তা ড: উপালি রায় প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা বিধায়ক তাপস ব্যানার্জি, আসানসোল পৌর নিগমের মহা নাগরিক বিধান উপাধ্যায়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সুধীর কুমার নীলাকান্তম, আসানসোল পৌর নিগমের উপমহানাগরিক ওয়াসিমুল হক, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, পশ্চিম বর্ধমানের উপ শাসক উদয়নারায়ণ জানা, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরী, প্রাক্তন সভাধিপতি বিশ্বনাথ বাউরি প্রমুখ। পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান জানান, সরকারি এই বইমেলায় ৪২ টি বইয়ের স্টল বসেছে। এই বই মেলা চলবে ১লা জানুয়ারি ২০২৩ পর্যন্ত। এই জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও যুক্ত করা হয়েছে। বিভিন্ন দিনে থাকছে সভা, সেমিনার, সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্য সরকারের জনসেবা মূলক বিভিন্ন প্রকল্প গুলি নিয়ে মানুষকে এই বইমেলায় অবহিত করা হবে।