‘মৈত্রীর বন্ধন’ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদের অনুষ্ঠান

সংবাদদাতা : ‘মৈত্রীর বন্ধন ‘ ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদের – ১ম বর্ষ পূর্তি উপলক্ষে বিদ্যাসাগর কলেজ অডিটরিয়ামে দুই বাংলার শিল্পী,সাহিত্যিক,কবি, শিক্ষক, অধ্যাপক সহ বিশিষ্টজনদের অনুষ্ঠান। এপার বাংলা ওপার বাংলার মৈত্রী সুদৃঢ় করতে এবং শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতির প্রসার ও সমাজসেবার মহান আদর্শকে পাথেয় করে- ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদ প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে ৫ই মার্চ ২০২৪ সম্পন্ন হল সঙ্গীত, আবৃত্তি, বক্তৃতা গুনীজন সম্বর্ধনা ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রেজাউল করিম উজ্জ্বল, সাধারন সম্পাদক অশোক কুমার পাল, ড: মহিতোষ গায়েন,ড: এমদাদ হোসেন,রফিকুল ইসলাম সরকার,ড: দীপা দাস, মো: মুর্শিদ উজ জামান, মোঃ ইয়াসিন পাঠান সহ বহু জন। এদিন মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয় রেজাউল করিম উজ্জ্বল,এস,এম, জাহাঙ্গীর হোসেন, মোঃ ইয়াসিন পাঠান, মোঃ মুর্শিদ উজ জামান,ড; স্নেহাশীষ সুর,ডা: বতুল রহমান, সুব্রত সরকার, অনির্বাণ সামন্ত, রফিকুল ইসলাম সরকার, শ্রী স্বপন দত্ত (বাউল),সারিতা চৌধুরী এছাড়া সদস্যদের সদস্য সন্মাননা স্মারক প্রদান করা হয় , সাংবাদিক আয়ুব আলি এবং চিত্র সাংবাদিক বিষ্ণুপদ ভৌমিক কে স্মারক সন্মাননা জ্ঞাপন করা হয়।