|
---|
খান আরশাদ, বীরভূম:
সাঁইথিয়া থানার বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হল।
এবারে নির্বাচনের অনেক আগে থেকেই কেন্দ্রবাহিনী এসে পৌঁছেছে বাংলায়, যা নজীর বিহীন বলা যায়। লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণ করার লক্ষ্যে কেন্দ্র বাহিনীকে আগে থেকে মোতায়েন করা হয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। বীরভূমের অন্যান্য জায়গার পাশাপাশি সাঁইথিয়া থানার পক্ষ থেকেও সাঁইথিয়া থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করলেন।
সাঁইথিয়া থানার ওসি তন্ময় ঘোষের নেতৃত্বে কেন্দ্র বাহিনীর জওয়ানদের নিয়ে রুট মার্চ করা হয় এবং স্থানীয়দের সাথে আসন্ন নির্বাচন নিয়েও কথাবার্তা বলেন তাঁরা। নির্বাচন নিয়ে এলাকার পরিবেশ বিষয়ে জানার পাশাপাশি নির্বাচন নিয়ে আতঙ্কে রয়েছেন কিনা সে বিষয়েও কথাবার্তা বলেন গ্রামবাসীদের সাথে।