|
---|
নূর আহমেদ,মেমারি : ৩ মার্চ মেমারি প্রিমিয়ার লীগের রবিবার শেষ দিনে ১৬ দলের খেলায় ফাইনাল খেলার মুখোমুখি হয় পান্ডুয়া মর্নিং স্টার বনাম বেভার্স এণ্ড ওয়ারিয়ার্স। পান্ডুয়া মর্নিং স্টার প্রথম ব্যাট করে ৯ উইকেটে ১০৪ রান করে। বেভার্স এণ্ড ওয়ারিয়ার্স ১০৫ রান করে চ্যাম্পিয়ন হয়েছে। বেভার্স এণ্ড ওয়ারিয়ার্স দলে র ম্যান অফ দ্যা ম্যাচ নিখিল চৌহান। সেরা ব্যাটস ম্যান সন্তুু দাস। ম্যান অফ দ্যা সিরিজ সুমন দস্তিদার। চ্যাম্পিয়নদের হাতে ট্রফি ও ৭০ হাজার টাকা তুলে দেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ দোলা সেন ও মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী। বিজিতদের হাতে ট্রফি ও ৫০ হাজর টাকা তুলে দেওয়া হয়। মাঠে উপস্থিত ছিলেন অভিনেত্রী রিত্বিকা সেন, মেমারি শিক্ষা বিকাশ ফাউন্ডেশনের কর্ণধার প্রশান্ত সিংহ, মেমারি প্রিমিয়ার লীগ ক্লাবের সভাপতি সুকান্ত হাজরা।