হুগলি জেলা লিটল ম্যাগাজিন উৎসবে কবিতা পাঠের আসর।

লুতুব আলি, নতুন গতি : হুগলি জেলা লিটল ম্যাগাজিন উৎসবে কবিতা পাঠের আসর। হুগলী জেলা লিটল ম্যাগাজিন উৎসব অনুষ্ঠিত হল চুঁচুড়া যুব সংঘ ময়দানে। এই উপলক্ষে ২-৩ মার্চ গল্প পাঠ, কবিতা পাঠের আসর বসে। আয়োজক : হুগলি জেলা লিটল ম্যাগাজিন উৎসব সাহিত্যানুসন্ধান অকাদেমি। এই মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বিশিষ্ট কবি মানবেন্দ্র মুখোপাধ্যায় ও প্রাবন্ধিক রঞ্জিত কুমার দে। সভাপতির আসন অলংকৃত করেন লাল পাহাড়ির দ্যাশে যা… বিশ্ববন্দিত গানের রচয়িতা বিশিষ্ট কবি অরুণ চক্রবর্তী। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক বিপুল বিহারী হালদার। অনুষ্ঠানের প্রারম্ভে প্রয়াত বিশিষ্ট কবি সাহিত্যিকদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে প্রয়াত ভবানী প্রসাদ মজুমদার মঞ্চে মূল অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ দেন বিশিষ্ট সাংবাদিক ও কবি নীলরতন কুন্ডু। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অরুণ চক্রবর্তী উদ্বেগ প্রকাশ করেন যে, যুবক, যুবতীদের সাহিত্যাঙ্গনে দুর্বল উপস্থিতি খুবই হতাশা জনক। ছোট্ট খেলনা মোবাইলের প্রতি তারা আসক্ত হয়ে পড়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক বিপুল বিহারী হালদার বলেন, কবি, সাহিত্যিকরা সমাজের আয়না। সমাজের, পজিটিভ, নেগেটিভ দিকগুলি নিয়ে জোড়ালো কলম কে আরও শাণিত করতে হবে। হওয়ার মতো, ঝড়ের গতিতে পৃথিবীর বিভিন্ন দেশ তন্ন তন্ন করে ঘুরে তাঁর বর্ণময় জীবনের আত্ম জীবনী মূলক রোম হর্ষক কাহিনী অগ্নি পথে তীর্থযাত্রা… উপন্যাস আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভ করার কথা তিনি তুলে ধরেন। দুদিনের স্বরচিত কবিতা পাঠের আসরে শতাধিক কবিরা অংশগ্রহণ করেন। স্বরচিত কবিতা পাঠ করেন মধুছন্দা মৈত্র, মনীষা বসু, তপতী মাইতি, চিন্ময়ী চ্যাটার্জী, সুমনা বিশ্বাস, দীপঙ্কর প্রামানিক, তন্দ্রা চ্যাটার্জি, বিকাশ চক্রবর্তী, দেবার্ঘ সেন, সোমদত্তা ঘোষাল, শিশির সাঁতরা, তাপস মিত্র, শিবপ্রসাদ ভৌমিক, পলাশ দত্ত, সূর্য ঘোষ, প্রদীপ গঙ্গোপাধ্যায়, প্রভাত মিশ্র, দীপক বন্দ্যোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, অরুণ চক্রবর্তী, অনুপ প্রামানিক। এছাড়াও অন্যান্য কবিদের মধ্যে মলয় দাস, ফটিক চৌধুরি, সুধাংশু রঞ্জন সাহা, উদয়ন চক্রবর্তী, আব্দুল গফফার, তপন মুখার্জি, জগদীশ শর্মা, সুবীর মজুমদার, শুভদীপ দে, ধীমান ব্রহ্মচারী, বোধিসত্ত্ব মুখোপাধ্যায়, সুনন্দ ভৌমিক, হরিৎ বন্দোপাধ্যায়, রুদ্র পলাশ মন্ডল, পূর্বা দাস, তানিয়া ব্যানার্জি, অমিয় মুখোপাধ্যায়, বিশ্বনাথ চট্টোপাধ্যায়, সৌম্য ঘোষ, রামকিশোর ভট্টাচার্য, রাজীব ঘোষ, তথাগত মৌলিক, নিরঞ্জন জানা, পলাশ পাল, ময়ূরী ঘোষ নন্দী। গল্পকার অমিতাভ দাস, শমীক ঘোষ, শতদ্রু মজুমদার, বিমল গঙ্গোপাধ্যায়, সিক্তা গোস্বামী, নবারুণ চক্রবর্তী, দেবাশীষ শুভ্র ঘোষ প্রমুখ। সান্ধ্যকালীন অনুষ্ঠানে চন্দননগর গানমেলা সাংস্কৃতিক সন্ধার উদ্যোগে কোরাস সঙ্গীতানুষ্ঠান ও তথাগত মৌলিকের উদ্যোগে দুটি সংক্ষিপ্ত নাটক মঞ্চস্থ হয় যা মানুষের মন ছুঁয়ে যায়। মেলায় ৫০ টি লিটল ম্যাগাজিনের টল বসেছিল। এই মেলা কে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন যুগ্ম সম্পাদক নিত্য রঞ্জন দেবনাথ, শ্যামল সিংহ প্রমুখ। দুদিনের অনুষ্ঠান শাবলীল ভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও কবি নীলরতন কুন্ডু। লিটল ম্যাগাজিন মেলা উপলক্ষে কবিতা পাঠের আসর সফলতা লাভ করে।