ভারত সরকারের অ্যাসিস্ট্যান্ট সালিশিটার জেনারেল (ভূতপূর্ব ) বক্তব্য রাখলেন কালিয়াচক কলেজের ভ্যালু অ্যাডেড কোর্সে

নতুন গতি, মালদা: কালিয়াচক কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এর উদ্যোগে আয়োজিত হয়েছে হিউম্যান রাইটস বিষয়ের উপরে সাত দিনের একটি ভ্যালুএডেড কোর্স। ভারত সরকারের অ্যাসিস্ট্যান্ট শলিসিটর জেনারেল টিপিএম ইব্রাহিম খান ভ্যালু এডেড কোর্স প্রোগ্রামে হিউম্যান রাইটস ইন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেবেল বিষয়ের উপরে বক্তব্য প্রদান করেন। ব্লেন্ডেড মোডে অর্থাৎ অনলাইন এবং অফলাইনে শতাধিক ছাত্র-ছাত্রীর যোগদানে আয়োজিত এই প্রোগ্রামে পৌরহিত্য করেন কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবর রহমান সাত দিনের এই কোর্শে কনভেনার রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এসোসিয়েট প্রফেসর বিজয়া মিশ্র এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসার গজেন বাড়ুই, সহযোগিতায় করেন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ডঃ মনিরুল ইসলাম। বিভিন্ন দিনের নির্ধারিত সময়ে কালিয়াচক কলেজের এবং অন্যান্য কলেজের নির্দিষ্ট করা প্রফেসারগণ আলোচনা করে ছাত্র-ছাত্রীদের আলোকিত করেছেন। অধ্যক্ষ ডক্টর নাজিবর রহমান ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা তথা সমাজ কর্মীদের মানবাধিকার বিষয়ে সম্মিলিত দায়িত্ব সম্পর্কে সচেতন করেন। তিনি বলেন নিজের অধিকার যেমন আদায় করার ব্যাপারে সচেষ্ট হওয়া দরকার তেমনি অন্যের অধিকার যাতে খর্ব না হয় এ ব্যাপারেও সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

    টিপিএম ইব্রাহিম খান কেরালার কোচিন শহরের ব্যক্তিত্ব, আন্তর্জালিক পদ্ধতিতে এই হিউম্যান রাইটস বিষয়ে ভ্যালু এডিট কোর্সের আলোচনায় যোগদান করেন।। তার বক্তব্যে উল্লেখ করেন, হিউম্যান রাইটস বা মানবাধিকার, কোন এলাকার বা দেশের বিষয় নয় বরং এটা সার্বজনীন এবং সারা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের নারীদের অধিকার বিষয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন। ইন্ডিয়া যেহেতু জাতিসংঘের মানবাধিকার ডিক্লারেশনের স্বাক্ষরকারী দেশ তাই দেশের দায়বদ্ধতা রয়েছে মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে। ভারতবর্ষের ট্রাইবাল, দলিত, সংখ্যালঘু, ও নারী সমাজের মানবাধিকার আরো শক্তিশালী হওয়া দরকার বলে মত প্রকাশ করেন। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের মানবাধিকার বিষয়ে গৃহীত সনদ সকলের অধিকার সুরক্ষার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেছে। মানবাধিকার খর্ব হলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এর প্রতিকার এর ব্যবস্থা রয়েছে। কালিয়াচক কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই প্রোগ্রামে সিপিএম ইব্রাহিম খান এর অনলাইনের মাধ্যমে প্রদত্ত বক্তব্যে ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা বিশেষভাবে অনুপ্রাণিত হয়।