|
---|
অনলাইনে দুর্গাপুজোর অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু হল আজ থেকে
নতুন গতি প্রতিবেদক : ‘আসান’ নামে অনলাইনে দুর্গাপুজোর অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু হল আজ থেকে। পূজো উদ্যোক্তারা বিশদে জানতে কলকাতা পুলিশের ওয়েবসাইটে (www.kolkatapolice.gov.in) উপলব্ধ ‘আসান’ এর গাইডলাইনগুলি দেখুন। এ বিষয়ে যে কোন প্রয়োজনে হেল্পলাইন নম্বর 033-2250-5261 / 2250-5122 যোগাযোগ করতে পারেন। হেল্পলাইন নম্বরগুলি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা থাকবে।
https://aasaan.kolkatapolice.org