হাথরস কাণ্ডে ডিএম ও এসপি কে সাসপেন্ড

নতুন গতি ওয়েব ডেস্ক:দেশজুড়ে তীব্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে চাপের মুখে নড়েচড়ে বসল উত্তরপ্রদেশ সরকার। সাসপেন্ড হাথরসের এসপি, সঙ্গে আরও কয়েকজন পুলিশ আধিকারিক। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে ঘটনায় রিপোর্ট বিশেষ তদন্তকারী দল (সিট)-এর। এই রিপোর্টের ভিত্তিতে এসপিকে সাসপেন্ড করা হল বলে জানা গেছে।

     

    হাথরস কাণ্ডে ডিএম, এসপির ভূমিকা নিয়ে রিপোর্ট তলব, ব্যবস্থা নিতে পারে উত্তরপ্রদেশ সরকার: সূত্র

    হাথরস কাণ্ডে ডিএম, এসপির ভূমিকা নিয়ে রিপোর্ট তলব, ব্যবস্থা নিতে পারে উত্তরপ্রদেশ সরকার, জানা গেছে সূত্র মারফত| উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়ে সরব গোটা দেশ| পরিবারের অনুমতি ছাড়াই নির্যাতিতার দেশ রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে| গতকাল রাহুল গাঁধী-প্রিয়ঙ্কা গাঁধীকে নির্যাতিতার বাড়িতে যেতে বাধা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে পরে যান রাহুল| পরে তাঁদের গ্রেফতার করে পুলিশ| আজ তৃণমূল প্রতিনিধি ও সাংসদ ডেরেক ওব্রায়েন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বাধা পান| এমনকি সংবাদ মাধ্যমিকেও পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি