চন্দ্রযান ২-এর মূল পরামর্শদাতা, বিজ্ঞানীর নাম বাদ গেলো NRC থেকে

নতুন গতি ডিজিটাল ডেস্ক : চন্দ্রযান ২-এর মূল পরামর্শদাতা, বিজ্ঞানী জিতেন্দ্র গোস্বামী ও তার পরিবার বাদ গেলো NRC থেকে। অসমে এনআরসি-র কারণে যে ১৯ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তাদের মধ্যে রয়েছেন বিজ্ঞানী জিতেন্দ্র গোস্বামীর নাম। চন্দ্রযান ২ মিশনের একজন পরামর্শদাতা আসলে এই জিতেন্দ্র গোস্বামী।

    তিনি বলেন, ‘অহমদাবাদে আমরা প্রায় ২০ বছর ধরে বাস করছি। এমন কিছু হয়তো ভুল করেছি যার জন্য এনআরসি-তে নাম ওঠেনি। আমার পরিবার এখনও অসমে রয়েছে। জোরহাটে আমাদের জমি রয়েছে। ভবিষ্যতে যদি আরও বড় বিপদ নেমে আসে তাহলে ওই জমির কাগজপত্রই একমাত্র সম্বল আমাদের।’

    এন আর সি-র চূড়ান্ত তালিকা প্রকাশ প্রসঙ্গে দিন কয়েক আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তালিকায় কারো নাম না থাকলেই তাঁকে বিদেশী বলে ঘোষণা করা হবে না। এঁদের সকলকেই আইনি সুবিধা দেওয়া হবে এবং যাঁদের নাম নেই তারা প্রত্যেকে ফরেনার্স ট্রাইবুনালে আবেদন করতে পারবেন আগামী ৬০ থেকে ১২০ দিনের মধ্যে।