|
---|
মহঃ নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, মালদা, ২৬ আগস্টঃ জেলায় কর্মরত সমস্ত গ্রামীণ সম্পদ কর্মীদের নিয়মিত কাজ, ষাট বছর বয়স পর্যন্ত কাজ করার সুযোগ,নিয়োগ পত্র ও সচিত্র পত্র প্রদান, বিভিন্ন সরকারি কাজে সংযুক্ত করা সহ বেশ কিছু দাবিতে সোমবার মালদা জেলাশাসককে ডেপুটেশন দিলেন মালদা জেলার পাঁচ শতাধিক গ্রামীণ সম্পদ কর্মী৷
ডেপুটেশনে অংশ নেওয়া কর্মীদের দাবি, ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে মালদা জেলার প্রতিটি ব্লকে সামাজিক নিরীক্ষা বিভাগে প্রায় ১২০০ জন যুবক যুবতীকে সরকারের তরফে ‘গ্রামীণ সম্পদ কর্মী’ হিসেবে নিযুক্ত করা হয়৷ কিন্তু নিয়োগের পর বছরে মাত্র ২০ দিন কাজের সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ৷ বছরের বাকি দিনগুলিতে তাদের হাতে কোন কাজ না থাকায় তারা চরম দুর্দশার মধ্যে আছেন৷ ফলে দিনের পর দিন কর্মহীনতায় ভুগছেন তারা৷ সরকারি কাজে তাদের ব্যবহার ও ৬০ বছর পর্যন্ত নিশ্চিতকরণের দাবি জানিয়ে আজ তারা মালদা জেলাশাসককে ডেপুটেশন দিলেন বলে জানান৷
ডেপুটেশনে অংশ নেওয়া সম্পদকর্মীদের পক্ষে রাজ্য সম্পাদক ইলিয়াস ও মালদা জেলা সাংগঠনিক সভাপতি আসিফ একবাল জানান, আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত গ্রামীণ সম্পদ কর্মীদের প্রতিনিয়ত কাজ ও চুক্তি ভিত্তিক ষাট বছর পর্যন্ত কর্মনিশ্চয়তা ও সরকারি কাজে যুক্ত করার পাশাপাশি সমস্ত ধরণের সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ কিন্তু আজও তারা তা পাননি বলে অভিযোগ করেন তাঁরা ৷ এদিন গ্রামীণ সম্পদ কর্মীদের একটি প্রতিনিধিদল জেলাশাসকের দফতরের পৌঁছে তাদের দাবিপত্র তুলে দেন বলে সংগঠনের কর্মীরা জানিয়েছেন৷
মালদা জেলা শাসক কৌশিক ভট্টাচার্য শিগ্ররই তাদের দাবিগুলি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে এক সপ্তাহের মধ্যেই তাদেরকে নিয়োগ পত্র ও সচিত্র পত্র প্রদান করার আশ্বাস দেন ।