|
---|
খান আরশাদ, বীরভূম : ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের সহযোগিতায় রাজনগরের শির্সা কোড়া ডাঙ্গাল প্রাথমিক বিদ্যালয় শুরু হলো নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন। এই উপলক্ষে বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে একটি র্যালি করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন ব্যানার্জি জানান পড়ুয়াদের নিয়ে গ্রামের বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলে তাদেরকে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্বন্ধে সচেতন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে কিভাবে নিরাপদ পানীয় জল সংগ্রহ করবেন এবং তা পান করবেন এ সম্বন্ধে তাদের জানানো হয়। বিদ্যালয়ের চাইল্ড ক্যাবিনেট এর সদস্যরা গ্রামের মানুষদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি হাতেনাতে শেখায়। আগামী ৩১শে আগস্ট পর্যন্ত এই নির্মল সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিদ্যালয়ের তরফে। বিদ্যালয়ে মিড-ডে-মিলের যাঁরা রান্না বান্না করেন তাঁদের সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক একটি কর্মসূচীও রাখা হয়েছে।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন ব্যানার্জি, সহ-শিক্ষক বিজয় মাল, ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের পক্ষ থেকে সুপারভাইজার সুমন দে সরকার, হাইজিন এডুকেটর সৌরভ মুখার্জি ও কমিউনিটি মবিলাইজার মনোরঞ্জন চৌধুরী।