|
---|
নিজস্ব প্রতিনিধি, মালদা ঃ জাতীয় সড়কে লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক চালক। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১ টা নাগাদ মালদা গাজোল ব্লকের করকোচ গ্রাম পঞ্চায়েতের তালতলা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে। ঘটনার পর থেকেই ঘাতক লরির খালাসী ড্রাইভার পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দিন দুপুর ১ টা নাগাদ মালদা শহর থেকে আসছিল লরিটি অপরদিকে মালদা শহরের দিকে যাচ্ছিল বাইকটি। মালদা গাজোল ব্লকের করকোচ গ্রাম পঞ্চায়েতের তালতলা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে বাইক ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীর লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়। মৃত বাইক আরোহীর নাম মাহবুব আলম (২৭) তিনি গাজলের দেওতলা গ্রামের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ বাইক আরোহীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠান। ঘাতক লরি টিকে আটক করেছে পুলিশ।