বীরভূম জেলা পুলিশের উদ্যোগে চন্দ্রপুর থানায় রক্তদান শিবির

খান আরশাদ, বীরভূম : সোমবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার পরিচালনায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলার হাসপাতাল গুলোতে রক্তের ঘাটতি মেটাবার উদ্দেশ্যে জেলার বিভিন্ন প্রান্তের থানাগুলোতে রক্তদান শিবির’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে। সোমবার বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর থানায়ও এই স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হল।

    জেলা হাসপাতালগুলোতে রক্তসঙ্কটের কারণে যাতে কোন রোগীকে সমস্যার সম্মুখীন হতে না হয় সেই প্রত্যাশা নিয়েই জেলা পুলিশের তরফে এই শুভ উদ্যোগ নেওয়া হয়েছে। রক্তদান মহৎদান এই উদ্দেশ্যেই ব্রতী হয়ে চন্দ্রপুর থানায় আয়োজিত এই রক্তদান শিবিরে চন্দ্রপুর থানার পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার্স ও স্থানীয় কিছু উদ্যমী যুবক রক্তদান করেন। এদিন প্রায় ৯০ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা যায়।

    উপস্থিত ছিলেন চন্দ্রপুর থানার ওসি বিপ্লব দত্ত, রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জ্জী, দুবরাজপুর থানার ওসি মহঃ আলি, সমাজসেবী রাজীব পাল, মন্টু বাগদী সহ অন্যান্যরা।
    চন্দ্রপুর থানার ওসি বিপ্লব দত্ত জানান এদিন সবুজায়নের কথা মাথায় রেখে প্রত্যেক রক্তদাতাকে রক্তদানের শেষে তাঁদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। তিনি জানান বিশ্বউষ্ণায়ন আমাদের সবাইকেই চিন্তিত করে তুলেছে। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদের প্রত্যেকেরই গাছ লাগানো দরকার। তাই চন্দ্রপুর থানার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হল। বীরভূম জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।