|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আজ ব্যাপক ভাঙচুর চালানো হয় ভাটপাড়া পুরসভা পরিচালিত মাতৃসদন হাসপাতালে।
পুরসভা পরিচালিত হাসপাতালে ঢুকে রিসেপশন, এক্সরে রুম, মেডিক্যাল স্টোরে ভাঙচুর চালায় উন্মত্ত দুষ্কৃতীরা। গুণ্ডাদের আক্রমণে আহত হন হাসপাতালের দুই কর্মী। প্রাণ হাতে করে কোনওরকমে হাসপাতাল ছাড়েন রোগী ও তাঁদের পরিজনেরা। রোগীশূন্য হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। পুলিশকে লক্ষ্য করেও বোমা ছোড়া হয়। ভাটপাড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই মাতৃসদন। পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি করাতেই পরিস্থিতি চরম আকার নেয় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত কাঁকিনাড়া ভাটপাড়া এলাকা। সোমবার সকালে কাঁকিনাড়া স্টেশনে রেল অপরোধ করা হয়। সেখান থেকে থানা ঘেরাও করতে চলে আসে দুষ্কৃতীরা। থানা ঘেরাও থেকে উন্মত্ত তাণ্ডব ছড়িয়ে পড়ে ভাটপাড়া পুরসভার অফিসে। পুরসভার অভিসে ভাঙচুর চালিয়ে গুণ্ডাবাহিনী ঢুকেপরে পাশের পুরসভা পরিচালিত মাতৃসদনে।