NRC র প্রতিবাদে রাস্তায় নামছে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি : নাগরিকপঞ্জির তালিকা নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস। আগামী ১২ই সেপ্টেম্বর কলকাতায় চিড়িয়ামোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। এছাড়া ৭ ও ৮ সেপ্টেম্বর সব জেলায় সব ব্লকে এই কর্মসূচি পালন করা হবে।

    সাংসদদের এ ব্যাপারে বিশেষ নির্দেশ দিয়েছেন নেত্রী। সংসদের অধিবেশন শুরু হলেই এ বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

    অসম তৃণমূল কংগ্রেসকে এ ব্যাপারে আন্দোলনে নামার নির্দেশও দেওয়া হয়। নেত্রীর নির্দেশ পেয়ে অসমের কর্মীরা আন্দোলন করে চলেছেন। নেত্রী তাদের উদ্দেশ্যে বলেন, ‘‌আপনারা যে আন্দোলন করছেন, তার পাশে বাংলার মুখ্যমন্ত্রী রয়েছেন। ভাগাভাগির রাজনীতিতে তৃণমূল নেই। সঙ্ঘবদ্ধ হয়ে নাগরিকপঞ্জির বিরুদ্ধে আপনাদের নামতে হবে।’‌

    এনআরসি নিয়ে প্রথম প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম তালিকা প্রকাশের পর সাংসদদের এক প্রতিনিধি দলকে তিনি অসমে পাঠান, যদিও তাঁদের বিমানবন্দরে আটকে দেওয়া হয়। এরপর রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেনও অসমে গিয়েছিলেন।

    নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশের পর গত শনি ও রবিবার টুইট করে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।