ঐতিহ্যবাহী দাঁইহাটের রাস উৎসবের শোভাযাত্রা

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ ঐতিহ্যবাহী দাঁইহাটের রাস উৎসবের শোভাযাত্রা শুরু হয়েছে।রাস উৎসবের শোভাযাত্রা ঘিরে বুধবার জনজোয়ারে ভাসল দাঁইহাট শহর। আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ শোভাযাত্রা দেখতে ভিড় জমিয়েছেন। প্রশাসনের স্থির করা রুট ম্যাপ অনুযায়ী শোভাযাত্রা নিয়ে যাওয়া হচ্ছে। ৪২টি ক্লাবের প্রতিমা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। ৪২টি ক্লাবের প্রতিমার শোভাযাত্রায় রয়েছে আধুনিক আলোর রশনাই,সাঁওতালি নৃত্য,চার পাঁচ রকমের বাজনা। এদিন রাসের শোভাযাত্রায় কোন রকম অশান্তি এড়াতে গোটা শহরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। রাসের শোভাযাত্রা উপলক্ষে শহরের ভিতরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।শহরে কোনও বড় গাড়ি ঢুকতে দেওয়া হয় নি। চন্দননগর ও বিভিন্ন জায়গা থেকে আনা অত্যাধুনিক আলোকসজ্জা রাসপূর্ণিমার শোভাযাত্রাকে আলোর রশনায়ে ভরিয়ে দেয়। শোভাযাত্রা দেখতে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়,দাঁইহাট পৌরসভার পুরপ্রধান শিশির কুমার মন্ডল,কাটোয়া ২নং ব্লকের বিডিও শমীক পানিগ্রাহী,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ সুব্রত মজুমদার। পুলিশ প্রশাসন ও দাঁইহাট পৌরসভার সহযোগীতায় সুষ্ঠুভাবে রাস উৎসবের শোভাযাত্রা চলছে। শোভাযাত্রা তৈরি মঞ্চ থেকে কাটোয়ার কার্তিক লড়াইয়ের রুট ম্যাপের উদ্বোধন করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়।