|
---|
নতুন গতি প্রতিবেদক: পইসরাইলি হামলায় ঘুমন্ত অবস্থায় নিহত হল গাজার এক পরিবারের ৮ সদস্য। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নিহত পরিবারের আট সদস্যের মধ্যে পাঁচ জন শিশু ও দুজন মহিলা রয়েছেন। উত্তর গাজায় ডের আল-বালাহে অঞ্চলের বিমান হামলার মাধ্যমে এই বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে ইসরাইল।
ইহুদিবাদী ইসরাইলি বিমান যখন বাড়িটি বোমা বর্ষণ করে তখন সকলেই ঘুমিয়ে ছিলেন।তিনদিনের এই লড়াইয়ে গাজায় ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডারসহ ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন চারশোর বেশি মানুষ।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো দখলদার রাষ্ট্রটিতে ৪০০ রকেট নিক্ষেপ করেছে।এদিকে মিসরের মধ্যস্থতায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদ গোষ্ঠী ও ইসরাইল একটি অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে।বৃহস্পতিবার স্থানীয় সময় সাড়ে ৫টা থেকে অস্ত্রবিরতি কার্যকর করা হয়েছে।জানা গিয়েছে, নিহত পরিবারটির প্রধান ফিলিস্তিনি রকেট কমান্ডার ছিলেন।