|
---|
নিজস্ব সংবাদদাতা : মারিকন মুলুকে খুন করা হল হায়দরাবাদের এক ব্যক্তিকে। গত ৩০ সেপ্টেম্বর আমেরিকার পশ্চিম ইয়র্কশায়ারে খুন করা হয় মহম্মদ খাজা রইসউদ্দিন নামের ওই ব্যক্তিকে। বছর ৬৫-র রইসউদ্দিনকে কেন খুন করা হল ইয়র্কশায়ারের হিল টপ অ্যাভিনিউয়ের রাস্তায়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। রিপোর্টে প্রকাশ, রাস্তার উপর একাধিকবার আঘাত করে খুন করা হয় মহম্মদ রইসউদ্দিনকে।