সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয়দের ঝামেলার জেরে বাস অবরোধ রাজনগরে

খান আরশাদ, বীরভূম : সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ঝামেলার জেরে বীরভূমের রাজনগরে বুধবার বাস অবরোধ করল বাস শ্রমিক ইউনিয়ন। ঝামেলার জেরে সেখ শরিফ নামে এক ব্যক্তিকে আটক করে রাজনগর থানার পুলিশ। পেশায় লটারি টিকিট বিক্রেতা সেখ শরিফের স্ত্রী রিনা বিবি অভিযোগ করে বলেন মঙ্গলবার রাজনগর ব্লকে স্বাস্থ্য-সাথী কার্ড করার জন্য তাঁরা লাইনে দাঁড়িয়েছিলেন। সঙ্গে তার এক ছেলে ও এক মেয়ে লাইনে দাঁড়িয়ে ছিল। সেসময় সেখানে ডিউটিরত এক সিভিক ভলেন্টিয়ার এর সঙ্গে তার স্বামী সেখ শরীফের ঝামেলা বাধে। রিনা বিবি জানান শরীফ সিভিক ভলেন্টিয়ার কে অশালীন ভাষা প্রয়োগ করলে ওই সিভিক ভলেন্টিয়ার এবং এক পুলিশ অফিসার তার স্বামীকে প্রচন্ডভাবে মারধর করে। এমনকি সঙ্গে থাকা তার প্রতিবন্ধী মেয়েকেও হেনস্তা করে। ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনগর থানার পুলিশ শেখ সরিফকে আটক করে রাজনগর থানায় নিয়ে আসে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তৃণমূলের বাস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বুধবার সকাল থেকেই ধর্মঘট ডাকা হয়। ফলে রাজনগর থেকে সিউড়ি ও বোলপুর রুটের সমস্ত বেসরকারি বাস চলাচল বন্ধ থাকে। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বাস শ্রমিক ইউনিয়নের সম্পাদক প্রাণতোষ ওঝা অভিযোগ করে বলেন পুলিশ অন্যায় ভাবে ওই ব্যক্তিকে প্রচন্ডভাবে মারধর করে। এ ব্যাপারে তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন। পুলিশ কোন ন্যায় ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ থাকবে বলে জানান প্রাণতোষ বাবু। অপরদিকে পুলিশ সূত্রে জানা গেছে রাজনগর ব্লক লাইনে দাঁড়ানো নিয়ে ঝামেলা বাধে রাজনগরের রমজুপাড়ার বাসিন্দা লটারি বিক্রেতা সেখ সরিফের সঙ্গে সেখানে ডিউটিরত এক সিভিক ভলেন্টিয়ারের। সেসময়ই ওই ভলেন্টিয়ারকে মারধর করে লটারি টিকিট বিক্রেতা সরিফ। সেই পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়। পুলিশ জানায় ওই লটারি টিকিট বিক্রেতাকে পুলিশ হেনস্থা করে নি। বরং সে নিজেই ওই সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে জখম করে।