|
---|
শরিফুল ইসলাম , শান্তিপুর, নতুনগতি : শান্তিপুরের বিখ্যাত ভাঙ্গারাসের শোভাযাত্রার সকালে স্থানীয় ও বহিরাগতদের জন্য বিনামূল্যে চা পান ও বিস্কুট সেবার আয়োজন করেছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন । আজ ভাঙারাস শান্তিপুরে।
মহাপ্রভু শ্রীচৈতন্য স্মৃতি বিজড়িত , অদ্বৈতাচার্য পদরেনু ধণ্য বৈষ্ণবীয় লীলাভূমি শ্রীরাধা-কৃষ্ণের রাস-লীলা এ-বৎসরের মতন সাঙ্গ হতে চলেছে।
শান্তিপুরে রাসের হোতা বড়গোস্বামী , খাঁ চৌধুরী — একাধিক বিগ্রহ বাড়ি ও মণ্ডপসজ্জা সহ বিভিন্ন থিমের কারুকার্য্য শোভিত বারোয়ারি গুলির পুজো শেষে আজ , বৃহস্পতিবার বিখ্যাত ভাঙারাসের শোভা যাত্রা শুরু হবে দিনের শেষা-সেষী।
অজস্র স্থানীয় ও বহিরাগত দর্শনার্থীদের আগমন ও আকর্ষণে শান্তিপুরের রাজপথ কানায় কানায় পরিপূর্ণ ।
এদিন , সকাল থেকেই দেবানন্দ গৌড়ীয় আশ্রমের সৌজন্যে ভাঙ্গারাসের যাত্রীদের চলছে চা-বিস্কুট দিয়ে অভ্যর্থনা। ভ্রাম্যমাণ রিস্ক নিয়ে, রাজ পথ ধরে চলার পথে সামনে আসা যাত্রীযান থামিয়ে কখনও বা পথযাত্রীদের হাতে বাড়িয়ে দিচ্ছেন সংগঠনের মহিলা-পুরুষ সেবাইত এক কাপ চা, সঙ্গে টা-ও ।
সংগঠনের সম্পাদক শ্যামসুন্দর সাহা জানালেন, “সকালবেলায় অনেক দোকান খোলে না । বাইরের অগণিত মানুষ আজ শান্তিপুরের পথে পথে । সীমিত ক্ষমতার মধ্যে চা-বিস্কুট সেবা দিয়েই শুরু করা হলো ভাঙা রাসের সকাল।”