লকডাউন সফল করতে রাস্তায় জেলা শাসক ও পুলিশ সুপার

 

    নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া; রাজ্য সরকার ঘোষিত সাপ্তাহিক লকডাউন সফল করতে কৃষ্ণনগর শহর সহ বিভিন্ন জায়গায় নদীয়া জেলা শাসক বিভু গোয়েল ও কৃষ্ণনগর পুলিশ সুপার জাফর আজমল কিদওয়াই অভিযান করেন। বিনা কারনে লক ডাউন অমান্য করে যারা রাস্তায় বেড়িয়েছেন পথচারীরা কেন বাইরে বেড়িয়েছেন তার নির্দিষ্ট কারণ না দিতে পারলে আইনী ব্যাবস্থা নেন। লকডাউন অমান্য করায় কৃষ্ণনগর বিভিন্ন এলাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।
    যদিও দ্বিতীয় দফার সাপ্তাহিক লক ডাউন বেশিরভাগ মানুষই মেনে চলছেন, কৃষ্ণনগর শহর সহ বিভিন্ন এলাকায় কোন দোকান পাঠ কিছুই খোলেনি সকাল থেকে এমন কি নিত্য প্রয়োজনীয় সব্জি নটকোনা কোন দোকানই খোলেনি।জেলা শাসক ও পুলিশ দুজনেরই বক্তব্য এখন মানুষ অনেকটাই সচেতন, আগের মতো বিনা কারনে কেউ আর বেড়চ্ছেন না, আমরা কয়েকদিন আগে থেকেই মানুষকে সচেতনতার করে চলেছি, আজকেউ সচেতনতার বার্তা মানুষ কে দিচ্ছি সকলের সচেতনতা ই আমাদের করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে পারবে।