শঙ্খ ঘোষ মঞ্চে দেশ প্রকাশন ও উদার আকাশের গ্রন্থ প্রকাশ

সংবাদদাতা: ১০ মার্চ বিকেল পাঁচটায় কলকাতা বইমেলায় শঙ্খ ঘোষ মঞ্চে দেশ প্রকাশন ও উদার আকাশের যথাক্রমে ৫ টি ও ২ টি বইয়ের মোড়ক উন্মোচন হয়। ‘রামায়ণ ও মহাভারতের রাজনীতি’ ও ‘বাঙালি কি দ্বিতীয় শ্রেণির নাগরিক?’ প্রবন্ধের বই দুটি লিখেছেন ইমানুল হক।

    ‘একটু কেবল’ উপন্যাস গ্রন্থ লিখেছেন প্রবীর ঘোষ রায়।
    ‘নোঙরহীন ঘাট’ লিখেছেন স্বপন কুমার লাহা। ‘কল্প গল্প ‘ লিখেছেন নবনীতা বসু হক। এই বইগুলোর প্রকাশক ‘দেশ প্রকাশন’।

    এদিন শঙ্খ ঘোষ মুক্ত মঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধন হয় শর্মিষ্ঠা সিনহার আলোচনা মূলক গ্রন্থ ‘কবি প্রবীর ঘোষ রায়ের কবিতায় মুখোমুখি’ এবং সুজাতা বন্দোপাধ্যায়ের কাব্যগ্রন্থ ‘হৃদয়পুর ইষ্টিশনে’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমর নাগ, ড. শঙ্কর কুমার নাথ, অমল সরকার, চুমকি চট্টোপাধ্যায়, রূপা মজুমদার, দেবাশিস পাঠক, শ্রীবিন্দু বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উজ্জ্বল ছিলেন দেশ প্রকাশনের কর্ণধার মতিউর রহমান খোকন ও উদার আকাশন প্রকাশন সংস্থার কর্ণধার ফারুক আহমেদ। সংক্ষিপ্ত অনুষ্ঠানে সকলেই তাঁদের সংক্ষিপ্ত ভাষণে তুলে ধরেন অস্থির সময়ের সঙ্গী হিসেবে পুস্তক পাঠ ও বিভিন্ন মাধ্যমে সাহিত্য প্রসারের গুরুত্বের কথা। এই অনুষ্ঠানের উষ্ণতা সামনের দর্শকদের আসনেই সীমাবদ্ধ ছিল না, বহু মানুষ চারদিকে দাঁড়িয়ে সাক্ষী ছিলেন এই মনোজ্ঞ অনুষ্ঠানের।