|
---|
লুতুব আলি, ৬ ডিসেম্বর : হাওড়ার বাগনানের বিদগ্ধজনের সংস্থা স্বজন। স্বজন শুধু হাওড়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষ বিশেষ দিনগুলি এক অনন্য সাধারণভাবে পালন করে। অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরেও সভা সেমিনার করে থাকে। ৬ ডিসেম্বর জাতীয় সংহতি দিবস। এই উপলক্ষে সজন বাগনান স্টেশনে এদিন শিশু বৃক্ষ বিতরণের মধ্য দিয়ে ঐতিহ্যপূর্ণ জাতীয় সংহতি দিবস পালন করল। স্বজনের পুরোধা তথা সাংস্কৃতিক আন্দোলনের যোদ্ধা চন্দ্রনাথ বসু এদিন বাগনান স্টেশনে পথ চলতি মানুষ, রেল যাত্রী ও ছাত্র-ছাত্রীদের জাতীয় সংহতি দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং সকলকে শিশু বৃক্ষ প্রদান করেন। এই অভিনব প্রয়াস দেখে সকলে আকৃষ্ট হন এবং স্বজনের এই উদ্যোগের প্রতি সাধুবাদ জানান। ভারতের সংহতি বিনষ্ট করার জন্য প্রতিক্রিয়াশীল শক্তি সচেষ্ট হলেও শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে হার মেনে ব্যর্থ নমস্কারে পিছু হটতে হয়েছে। এক সাক্ষাৎকারে চন্দ্রনাথ বসু জানান, কেবল ভারত নয় অবক্ষয়ী সমাজ ব্যবস্থাপনা সমগ্র পৃথিবীর সংহতি বিনষ্ট করতে আগ্রাসী ভূমিকা পালন করতে বসেছে। শিশু বৃক্ষ বিতরণের মাধ্যমে এক বিশেষ বার্তা দেওয়া হল। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের প্রাক্তন বনভূমির কর্মাধ্যক্ষ মানস কুমার বসু, বিশিষ্ট সমাজসেবী শচীন ঘোষাল, চিত্রশিল্পী সৈকত খাড়া, পূজা গুছাইত, ফারুক শেখ, ইব্রাহিম মোল্লা, পুষ্টিবিদ্যার শিক্ষিকা পায়েল সামন্ত, বিশিষ্ট আইনজীবী আব্দুল হান্নান প্রমুখ।