|
---|
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- পঞ্চায়েত ভোটের মুখে জেলা পুলিশের তৎপরতায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার অব্যাহত।অনুরূপ রবিবার মধ্যরাতে কাঁকরতলা পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ এক দুস্কৃতি ধরা পড়ে। বিবরণে প্রকাশ,কাঁকরতলা থানার ওসি সামিম খান গোপন সূত্রে খবর পেয়ে সন্দেহজনক এলাকার মধ্যে পুলিশি টহল বাড়িয়ে তোলেন।সেই মোতাবেক পুলিশ টহল দেওয়ার সময় স্থানীয় থানার কদমডাঙ্গা থেকে বাবুইজোড় যাওয়ার পাকা রাস্তায় গোলোন্দরা ব্রিজের কাছে এক ব্যাক্তি কে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে।পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালিয়ে তার কাছথেকে এক রাউন্ড গুলি সহ একটি দেশী পাইপ গান উদ্ধার হয়।
ধৃত ব্যক্তির পরিচয়ে জানা যায় কাঁকরতলা থানার বড়রা গ্রামের শেখ শাহাজাহান। সোমবার ধৃতকে কাঁকরতলা থানার পক্ষ থেকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।