|
---|
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- রাজাদের আমলে একদা বীরভূমের রাজধানী ছিল রাজনগর।তৎকালীন রাজাদের স্মৃতিবিজড়িত বহু নিদর্শন আজও সাক্ষ্যদান করে দাড়িয়ে আছে। সেই রাজধানী নেই ,নেই রাজাদের রাজত্ব।তবুও প্রচলিত কিছু নামডাক ছিল বহমান,যা আজ সেটা ও গেল অস্তাচলে।রাজনগর ব্লকের আড়ালী গ্রামে বসবাসরত খান আশরাফ আলী ওরফে ছোট রাজা সাহেব নামে এলাকায় বিশেষ পরিচিত ছিলেন।রবিবার রাতে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর।বার্ধক্যজনিত কারনে বেশ কিছু দিন যাবৎ অসুখে ভুগছিলেন।সোমবার তার নিজের গ্রাম এলাকায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ছোট রাজা সাহেবের মৃত্যু সংবাদ পেয়ে রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা রাজনগর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান গাফফার খান,সমাজসেবী মহম্মদ শরীফ, রাজনগর রাহে ইসলাম কমিটির সভাপতি সহ স্থানীয় ব্লক,পঞ্চায়েত সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও ব্যক্তিবর্গ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন তাঁর বাড়িতে। খান আশরাফ আলী ওরফে ছোট রাজা সাহেব সম্রাট শের শাহের বংশধর বলে পরিচিত। এলাকায় ছোট রাজা সাহেব সবার প্রিয়জন ছিলেন। সবার সুখ দুঃখে পাশে থাকতেন। তাঁর প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে আসে।