স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন হাসপাতালে‌র রোগীদের জন্য ব‍্যবহৃত অক্সিজেন সিলিন্ডার চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা

নিজস্ব সংবাদদাতা:  স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন হাসপাতালে‌র রোগীদের জন্য ব‍্যবহৃত অক্সিজেন সিলিন্ডার চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা । রাতের অন্ধকারে ছোট লরির ভেতর থেকে চুরি করা হয় সিলিন্ডার‌গুলো ।

     

    চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া এলাকায় । জলপাইগুড়ির নেতাজিপাড়া এনবিএসটিসি ডিপোর মাঠের মধ্যে রাখা গাড়ি থেকে ব্যাটারি সহ বিভিন্ন সরঞ্জাম‌ও চুরি করা হয়েছে বলে অভিযোগ । এছাড়া ছোট লরির মধ্যে মজুত করে রাখা বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার লুঠ করে পালিয়েছে একদল দুষ্কৃতী ।

     

     

     

    বিষয়টি নিয়ে বুধবার সংস্থা‌র পক্ষ থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । রাতের অন্ধকারে কে বা কারা অক্সিজেন সিলিন্ডার সহ মূল্যবান সরঞ্জামগুলো চুরি করেছে তা তদন্ত করে দেখছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।