|
---|
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে প্রবেশের আগেই পুলিশের জালে মা ও শিশু। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার
পুলিশ সূত্রে জানা গেছে, গত পাঁচ বছর আগে বাংলাদেশ থেকে আয়েশা বেগম পাঁচ বছরের মেয়েকে নিয়ে স্বামীর সাথে কাজের উদ্দেশে ভারতে এসেছিল,তিন বছর স্বামীর সাথে থাকার পর স্ত্রীকে সন্তানকে রেখে পালিয়ে যায় গুণধর স্বামী।তারপরেই অসহায় আয়েশা তার পাঁচ বছরের কন্যা সন্তানকে নিয়ে রাস্তা ভুলে চলে যায় রাজস্থানে। সেখানে এক অসাধু ব্যাক্তির খপ্পরে পড়ে কেটে যায় আরও দুই বছর,,অবশেষে বুধবার ওই গৃহবধূ বাড়ি যাবার উদ্দেশে ট্রেনে করে চলে আসে এন জে পি স্টেশনে। সেখানেই তার গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় স্থানীয়রা খবর দেয় নিউ জলপাইগুড়ি থানায় অবশেষে নিউ জলপাইগুড়ি থানার। পুলিশ পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি বাংলাদেশে। বৃহস্পতিবার তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।তারা কিভাবে এখানে এসে পৌছালো তা তদন্ত করে দেখছে পুলিশ।আপাতত তাদের জলপাইগুড়ির একটি হোমে রেখেছে পুলিশ।