২০০ জন আশা ও অঙ্গনী ওয়ারী কর্মী মিলে আজ রামপুরহাট ২ নম্বর ব্লক অফিসে বিক্ষোভ দেখান

নিজস্ব সংবাদদাতাঃপ্রায় ২০০ জন আশা ও অঙ্গনী ওয়ারী কর্মী মিলে আজ রামপুরহাট ২ নম্বর ব্লক অফিসে সিডিপিও হাফিজুর রহমান ও বিডিও রাজিব পোদ্দারের সামনে বিক্ষোভ দেখান এবং ডেপুটেশন দেন।

    আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী আয়েশা খাতুন নীলিমা দাস লক্ষী মালদের বক্তব্য আবাস যোজনা প্রকল্পে যারা সরকার থেকে বাড়ি পেয়েছেন এরকম কিছু প্রাপকদের লিস্ট বিডিও অফিস থেকে তাদের সার্ভে করার জন্য দিয়েছেন। সার্ভে করতে গিয়ে তারা দেখেন প্রাপকদের প্রত্যেকেরই দোতালা তিন তলা করে পাকা বাড়ি এবং বাড়িতে মোটরবাইক আছে। সেই বাড়ির মালিকেরা তাদের কাছে দাবি করছে তাদের কিছুই নেই সার্ভেতে এরকম ধরনের লেখার। এই কারণেই আশা ও অঙ্গন ওয়ার কর্মীরা দুটানায় পড়ে গেছেন । কারণ তারা যদি সত্যি কথা লিখেন তাহলে যারা বাড়ি পেয়েছেন তাদের নাম বাদ চলে যাবে এবং পরে তারা ঝামেলা করবে। এবং যদি মিথ্যের রিপোর্ট দেন তাহলে তাদের চাকরি থেকে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থেকে যাবে। জন্য এই সার্ভে না করার অনুরোধ জানিয়ে তারা রামপুর ২ নম্বর ব্লক অফিসে বিক্ষোভ জানান।

    বিডিও রাজীব পোদ্দার মহাশয় জানান যেহেতু উপর মহল থেকে এই অর্ডার এসেছে তাই অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বাধ্যতামূলক এই সার্ভে করতে হবে।