নদিয়া জেলার মাজদিয়ার অন্তর্গত ভাজনঘাট টুঙ্গী গ্রাম পঞ্চায়েতে গাছই হয়ে উঠেছে সাধারণ মানুষের চিন্তার বিষয়।

নিজস্ব সংবাদদাতা : গাছ লাগান প্রাণ বাঁচান স্লোগান শোনা যায় বর্তমানে বহু মানুষের গলায়। গাছই যে জীবন, গাছই শুধুমাত্র বাঁচাতে পারে ভবিষ্যৎ প্রজন্মকে তার অনেক তথ্য ইতিমধ্যেই সবার কাছে জানা। গাছ আমাদের অক্সিজেন দেয় শিকড় দিয়ে মাটি ধরে রাখে ভাঙ্গন রোধ করে, ফুল-ফলে ভরিয়ে রাখে আমাদের পৃথিবীকে। ঠিক তেমনই গাছের ওপর ভরসা করে জীবন জীবিকা নির্বাহ করেন একাধিক মানুষ। সেই গাছকে রক্ষা করার জন্য বর্তমানে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবীর মানুষ এগিয়ে এসেছেন। সরকার থেকেও একাধিক আইন আনা হয়েছে বৃক্ষচ্ছেদন বন্ধ করার জন্য ও বৃক্ষ রোপন করার জন্য। তবে নদিয়া জেলার মাজদিয়ার অন্তর্গত ভাজনঘাট টুঙ্গী গ্রাম পঞ্চায়েতে এই গাছই হয়ে উঠেছে সাধারণ মানুষের চিন্তার বিষয়।

    মাজদিয়ার অন্তর্গত ভাজনঘাট টুঙ্গী গ্রাম পঞ্চায়েত থেকে মাত্র ৫০০ মিটার দূরে তেতুলবেরিয়া যাওয়ার রাস্তায় বিপদ জনকভাবে রয়েছে একটি বহু পুরনো অশ্বত্থ গাছ। যেকোনো মূহুর্তে গাছ ভেঙ্গে গেলে বড়সড় বিপদ ঘটতে পারে বলে অভিযোগ সাধারণ মানুষের। এই রাস্তা দিয়ে অটো, টোটো সহ ভারি যানবাহন চলাচল করে নিয়মিত খুব সহজে এই রাস্তা দিয়ে বগুলা, হাঁসখালি যাওয়া যায়। তাছাড়া প্রতিদিন স্কুল, পঞ্চায়েত, বাজার এই রাস্তা দিয়ে যাতায়াত করেন স্থানীয় মানুষজন। গ্ৰামবাসীদের আবেদন তাড়াতাড়ি এই গাছের কোনও ব্যবস্থা করা হোক। এই বিষয়ে বুধবার ভাজনঘাট টুঙ্গী পঞ্চায়েতের প্রধান কৃষ্ণগোপাল মন্ডল বলেন খুবই বিপদজনক ভাবে গাছটি রয়েছে, কিন্তু কিছু করতে পারা যাচ্ছে না তার কারণ এলাকাটি PWD এর অধীনস্থ। তিনি জানান কৃষ্ণগঞ্জ বিডিওকে বলা হয়েছে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে।