অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যা’র প্রয়োগ শীর্ষক শিক্ষা ব্যবস্থা বিষয়ক সভা, বোলপুরে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বর্তমান শিক্ষা ব্যবস্থায় অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যার প্রয়োগ অনেক আগেই শুরু হয়েছে, কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নততর করে তোলার উদ্দেশ্যে এবং টিচিং-লার্নিং প্রসেসকে আরোও দ্রুতগামী করার উদ্দেশ্যে স্বাধীন ট্রাস্টের উদ্যোগে শান্তিনিকেতন বি.এড কলেজে আনুষ্ঠানিক ভাবে শুরু করা হল মেটাভার্সের প্রয়োগ।মেটাভার্সের ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে খুব সহজেই ছাত্র-ছাত্রীরা তাদের পঠন-পাঠনের বিষয়গুলো মনে রাখতে পারবে এবং শিক্ষাক্ষেত্রে এক নবদিগন্তের সূচনা হবে বলে মনে করছেন অভিজ্ঞজনেরা। প্রসঙ্গত মেটাভার্স হল, ব্লকচেন সাপোর্টেড একটি ভার্চুয়াল দুনিয়া। এমন এক দুনিয়া যেখানে অগুমেন্টেড রিয়্যালিটি, ভার্চুয়াল রিয়্যালিটি,ভি়ডিও এবং জনসংযোগের আরো বিভিন্ন দিক একসঙ্গে মিশবে। গ্রিক শব্দ ‘মেটা’-র অর্থ উপর বা পরে। মেটা এবং ইউনিভার্স শব্দযুগলের সমন্বয়ে হয়েছে মেটাভার্স। যার অর্থ দাঁড়াচ্ছে, পৃথিবীর বাইরের জগৎ। যেখানে সশরীরে উপস্থিতির বিপরীতে বাস্তবের মতো উপভোগ করা যাবে প্রায় সবকিছু। স্বাধীন রাষ্ট্রের কর্ণধার মলয় পিঠ জানান,বর্তমান সময়ের বহু আলোচিত প্রযুক্তির নাম এই মেটাভার্স।আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিবিদ্যার প্রয়োগ করেই শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নততর করে প্রযুক্তিকে ব্যবহার করে পড়ুয়াদের মনোগ্রাহী করে তোলার উদ্দেশ্যেই এই আলোচনা সভার আয়োজন।