মাদ্রাসা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মাদ্রাসা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

    নতুন গতি , নিউটাউন:  চলতি শিক্ষাবর্ষে মাদ্রাসা শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি অত্যন্ত ফলপ্রসূ সাংগঠনিক কর্মী সভার আয়োজিত হলো পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ সাহেবের নেতৃত্বে।  উল্লেখ্য,  সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠন হিসেবে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের মুখ্য নির্দেশক তথা রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম এর নির্দেশ মতো সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদের নেতৃত্বে বুধবার হাই মাদ্রাসা, আলিমে প্রথম যথাক্রমে শরিফা খাতুন ও মুজাহিদুল ইসলাম, এবং ফাজিল প্রথম আলকামা ও দ্বিতীয় সাবির আলি সহ মাধ্যমিক শিক্ষা পর্ষদের অত্যন্ত কৃতি ছাত্রী ঋষিকা রায় চৌধুরীকে মানপত্র, মেমেন্টো এবং গোলাপের উপহার দিয়ে সম্মাননা গ্রহণ করা হয় সংগঠনের কর্মকর্তাদের পক্ষ থেকে।  রাজ্যের প্রতিটি জেলা থেকে আগত জেলা সভাপতিদের পাশাপাশি সাংগঠনিক কর্মকর্তাদের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠান সম্পন্ন হয় নিউটাউন রাজারহাট মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের বি এফ জে সিনিয়র মাদ্রাসায়। অনুষ্ঠানে উপস্থিত আগত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশিষ্ট শিক্ষক অত্যন্ত সামাজিক দক্ষ সংগঠক ফারহাদ বলেন,  তোমরাই আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। তোমরাই পারবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার নিতে। তাই যে কোন কঠিন পরিস্থিতির মধ্যে যখনই আমাদের সহযোগিতা প্রয়োজন মনে করবে নির্দ্বিধায় যোগাযোগ করার কথাও তিনি বলেন।

    পাশাপাশি তিনি বলেন তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী ও কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম সহ দলীয় নির্দেশে দলের প্রত্যেকটি কর্ম ক্রিয়া যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বলে তিনি জানান। পাশাপাশি তিনি জানান ৮-ই জুলাই কলকাতার অহীন্দ্র মঞ্চে রাজ্য সম্মেলন সফল করতে সকল জেলা সভাপতি ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যাপকহারে সফল হবে বলে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন। একইসঙ্গে তিনি আরও বলেন এই সংগঠন সারাবছর যেভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে তার পুরো কৃতিত্ব নেতৃত্বকে দেয়।  রাজ্য সাধারণ সম্পাদক তথা হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ইরফান আলী বিশ্বাস বলেন আগামী দিনগুলোতে আরও ভালো কাজ ফারহাদ সাহেবের নেতৃত্বে সুসম্পন্ন হবে বলে তিনি জানান।  কার্যকরী সভাপতি নূরুল হক বৈদ্য উপস্থিত প্রতিনিধিদের তিনি জানান এই সংগঠন সারাবছর রাজ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সাড়া প্রদান করেছে।
    হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শরিফা খাতুন বলে এই রকম শুভেচ্ছা পেয়ে আপ্লুত। মাধ্যমিকের কৃতী শিক্ষার্থী ঋশিকা রায় চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত শিক্ষক মন্ডলিদের।  গুরুত্বপূর্ণ আলোচনায় বিভিন্ন জেলা সভাধিপদের উপস্থিত ছিলেন আনসার আলী, ডঃ ফজলে মাওলা খান, রাফিনা ইয়াসমিন, সাকিলুর রহমান, কুতুব আখতার, সাত্তার আলি সরকার, মনজুর আলম, আব্দুল আজিজ সহ অন্যান্যরা।