|
---|
মহঃ জামালউদ্দিন,নতুন গতি ডেস্ক:
পুলওয়ামা হত্যাকাণ্ডের পর দেশবাসীর মধৈ শোকের ছায়া। এর ফলে বলিউডের মধৈ, ক্ষোভ ও শোকের ছায়ায় অব্যাহিত।
এই শোক ও ক্ষোভের জেরে অল ইণ্ডিয়া সিনে ওয়ার্কার্স আ্যসোসিয়েসন (AICWA) ঘোষণা করলো,কোনো সংস্থা যদি পাক শিল্পিদের সঙ্গে কাজ করাতে চায়,সেই সংস্থার বিরুদ্বে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
AICWA এর সাধারণ সচিব রোনক সুরেশ তিনি জানান।